দু’মাস ধরে কর্মহীন অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে বগুড়ার ২২ হাজার পরিবহন শ্রমিক
- আপডেট সময় : ০২:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রভাবে দু’মাস ধরে কর্মহীন অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে বগুড়ার ২২ হাজার পরিবহন শ্রমিক। এদিকে, বছরজুড়ে সড়ক-মহাসড়কে চলাচলকারী পরিবহনগুলো থেকে নেতারা– শ্রমিক কল্যাণ তহবিলের নামে কোটি কোটি টাকা চাঁদা আদায় করলেও এখন তার হদিস নেই। পাশে নেই প্রভাবশালী কোনো শ্রমিক নেতা।
করোনা ভাইরাসের কারণে লকডাউনের জেরে থেমে আছে গণপরিবহনের চাকা। এর সাথে থেমে গেছে সংশ্লিষ্ট শ্রমিকদের জীবন-জীবিকার চাকাও। প্রায় দু’মাস ধরে সড়ক-মহাসড়কে কোনো বাস না চলায়, মজুরিও জুটছে না কারো। এ অবস্থায় বগুড়ায় প্রায় ২২ হাজার শ্রমিক পরিবারে দিন কাটছে চরম কষ্টে।
শ্রমিকদের অভিযোগ, কল্যাণ তহবিলের নামে জেলা ও আন্তঃজেলায় চলাচলকারী বাস-মিনিবাস-ট্রাক থেকে প্রতিদিন কোটি টাকারও বেশি চাঁদা তোলা হয়েছে। এখন এই দুঃসময়ে পাশে নেই কোন পরিবহন শ্রমিক নেতা। কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য সরকারি সহায়তা চাইলেন এই নেতা। করোনা দুর্যোগের এই সময়ে চাঁদার টাকার হিসাব দিতে সরকারের হস্তক্ষেপসহ তাদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।