দুর্গাপূজায় বরিশাল থেকে ভারতে ইলিশ মাছ পাঠানো শুরু হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭০৬ বার পড়া হয়েছে
দুর্গাপূজায় বরিশাল থেকে ভারতে ইলিশ মাছ পাঠানো শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দেয়ার পর বুধবার দিবাগত রাতেই প্রথম চালান যাচ্ছে।
বরিশাল থেকে ৫ প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ পাঠানোর অনুমতি পেয়েছে। এ সিদ্ধান্তে চোরাই পথে ইলিশ পাচার বন্ধ হয়ে যাবে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন এতে স্থানীয় বাজারে ইলিশের সরবরাহ বাড়বে। প্রতিনিয়ত যশোর, সাতক্ষীরা ও আগরতা হয়ে ভারতে বিপুল পরিমান ইলিশ চোরাই পথে পাচার হয়। এদিকে নিরাপদ প্রজননের জন্য অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ে নিষেধাজ্ঞা থাকবে।