দুর্গাপূজার নিরাপত্তার স্বার্থে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
- আপডেট সময় : ০৯:১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দল গুজব, নাশকতা ও ধর্মীয় উস্কানিমূলক কাজ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দুর্গাপূজার নিরাপত্তার স্বার্থে প্রতিটি মণ্ডপে সিসি ক্যমেরা লাগানো হবে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী নির্বাচন পূর্ব পরিবেশ, দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা, নিত্যপণ্য মূল্য নিয়ে অসাধু মহলের কারসাজি, রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও মাদকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করতে পারেন. সেজন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি জানান, নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিতে জড়িত অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে বলে জানান মন্ত্রী।সরকারী চাকুরীজিবীদের কেউ মাদক সেবন করলে, কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন আ ক ম মোজাম্মেল হক।