দুর্গাপূজার মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে চলছে নানা আচার অনুষ্ঠান
- আপডেট সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহা সপ্তমী। মণ্ডপে মণ্ডপে চলছে সপ্তমীর নানা আচার অনুষ্ঠান।
দেবী দুর্গার স্নান, নয় বৃক্ষের পুজার মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে সপ্তমী বিহিত পুজা। সকাল থেকে নগরীর মন্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে হাজির হয়েছে পূনার্থী ভক্তবৃন্দ। ঢাকের শব্দ আর উলুধ্বনিতে মুখরিত মন্ডপে দুর্গোৎসবে শামিল হয়েছে বিভিন্ন বয়সী মানুষ।
ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরসহ অন্যান্য পূজামণ্ডপে যথাযথ আচারাদির মধ্যদিয়ে শারদীয় দূর্গোৎসবের মহাসপ্তমী পালিত হয়েছে। এর মধ্যে ছিল পূজা-অর্চণা, শ্রীশ্রী চন্ডীপূজা, চন্ডীপাঠ, স্তবস্তুতি পাঠ এবং পূজান্তে পূষ্পাঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরণ।
খুলনা মহানগরীর প্রতিটি মন্দিরে দেখা গেছে মহাসপ্তমী পূজার প্রস্তুতি। পুরোহিতরা বলছেন- মহাসপ্তমীতে দেবীর পূজার মধ্য দিয়ে অশুভ শক্তির পরাজয়ের মধ্য দিয়ে শুভ শক্তিকে আগমন করা হবে।
বরিশালে ঢাকের আওয়াজ, শঙ্কধ্বনী উলুধ্বনীতে মুখরতি হয়েছে মন্ডগুলো। উৎসবকে কেন্দ্র করে মন্ডপ গুলো সেজেছে নব বধুরসাজে। এবার দুর্গা এসেছে গজে করে কৈলাশে যাবে নৌকায় চড়ে।
গোপালগঞ্জে পুরোহিতের মন্ত্র পাঠ, উলুধ্বনি, শঙ্খ ধ্বনি আর ঢাকের আওয়াজে মুখোরিত হয়ে ওঠে মন্দিরগুলো। ফল, মিস্টিসহ বিভিন্ন উপকরণ দিয়ে দেবীকে নৈবেদ্য নিবেদন করা হয়।
পটুয়াখালীতে চক্ষু দানের মাধ্যমে আজ আবাহন করা হয়েছে দেবী দূর্গার। নব-পত্রিকা প্রবেশ, দেবী স্নান ও চন্ডীপাঠ করে সকালে সিংহবাহীনির সপ্তমীবিহীত পূজা সম্পন্ন হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও- দিনাজপুর, হবিগঞ্জ, মেহেরপুর, চাদঁপুর ও নাটোরসহ সারাদেশে পালিত হয়েছে মহা সপ্তমী।