দুর্গাপূজা ঘিরে প্রতিমায় রং তুলির সাজসজ্জায় ব্যস্ত কারিগরেরা
- আপডেট সময় : ০৬:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ১৭০৯ বার পড়া হয়েছে
দরজায় করা নাড়ছে শারদীয় দুর্গাপূজা। শেষ মূহুর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা কারিগররা। ঢাকার ধামরাইয়ের বকুলতলা, যাদবপুর, জয়পুরাসহ বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে ছোট-বড় দুর্গা প্রতিমা। চলছে রং তুলির ছোঁয়া। ধামরাইয়ে এবার ১৯৬টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্গাৎসব ঘিরে নিরাপত্তায় মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধামরাইয়ের অলিতে-গলিতে শোভা পাচ্ছে ছোট-বড় দুর্গা প্রতিমা। কাঁদা মাটি, বাঁশ আর খড় দিয়ে তৈরি প্রতিমায় রং তুলির সাজসজ্জায় ব্যস্ত কারিগরেরা। মণ্ডপে মন্ডপে চলছে নানা প্রস্তুতি।
দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে কারিগররা এবার বিগত বছরের চেয়ে কম প্রতিমা তৈরি করেছিলেন। তবে শেষ সময়ে চাহিদা বেড়েছে দূর্গা প্রতিমার। সর্বনিম্ন ৩৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লাখ টাকা মূল্যের প্রতিমা গড়েছেন কারিগরেরা।
২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয় দেবী পক্ষের। ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গাৎসব। প্রতিবারের মতো এবারো সুন্দর ও স্বাচ্ছন্দ্যে ধামরাইয়ে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করে ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদ।
দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদ, ছাত্র-জনতা, সুশীল সমাজের প্রতিনিধি, আইনশৃংখলা বাহিনীসহ সব মহলের সঙ্গে প্রস্তুতি সভা করেছেন স্থানীয় ইউএনও।