দুর্ঘটনায় আহত ৯ নিহত ১৫ জন
- আপডেট সময় : ০২:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে চালকসহ ১৫ জন নিহত হয়েছে। এছাড়া ফেনী ও ঠাকুরগাঁওয়ে নিহত হয়েছে আরো দু’জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৯ জন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে চালকসহ ১৫ জন নিহত হয়েছে। লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, গেলরাতে কক্সবাজার থেকে আসা লবন বোঝাই ট্রাকের সাথে চুনতি ফরেস্ট এলাকায় একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চালকসহ ১২ জন এবং লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আহত আরো ৩ জন মারা যায়। নিহত সবাই লোহাগড়া ও সাতকানিয়ার বাসিন্দা।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া ব্রিজ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১ যাত্রী নিহত হয়েছে।এসময় আহত হয়েছেন আরো অন্তত ৯ জন যাত্রী। নিহত যাত্রীর নাম দুলাল মিয়া। পুলিশ জানায়, গেল রাত দেড়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী কাভার্ড ভ্যানের সাথে বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে রাতে নৈশকোচের ধাক্কায় শিউলি বেগম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের স্বামী মোটরসাইকেল চালক বকশ আলী।