দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধের নির্দেশ
- আপডেট সময় : ০৫:৪১:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া- কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তীব্র স্রোত ও পদ্মা সেতুর কাজের নিরাপত্তাজনিত কারণে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
সকালে ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে এ নির্দেশনা দেন ঘাট কর্মকর্তাদের। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। নাব্য সঙ্কট ও প্রবল স্রোতে ব্যাহত হচ্ছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস। এ নৌ-রুটে ১৭টি ফেরির মধ্যে চলছে ৮টি। এদিকে, শুক্রবার মধ্যরাতে ২৫টি যানবাহন নিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যাওয়ার পথে রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকে যায় লৌহজং টার্নিং পয়েন্টে।১১ ঘণ্টা পরে সেটি উদ্ধার করে শিমুলিয়া ঘাটে ফিরিয়ে আনা হয়। ফেরিঘাটের দু’পাড়ে সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এ নির্দেশনার পর থেকে চাপ পড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।