দুর্নীতিকে আড়াল করতে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিচ্ছে সরকারঃ ফখরুল
- আপডেট সময় : ০৭:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
কথিত উন্নয়নের নামে দুর্নীতিকে আড়াল করতে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিচ্ছে সরকার-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমলা ও প্রশাসন নির্ভর সরকার থেকে মুক্তি পেতে আন্দোলন ও সংগ্রামের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে ভার্চুয়ালে এক আলোচনায় এসব কথা বলেন মির্জা ফখরুল ।
গণমাধ্যম নিয়ে বৃহস্পতিবার বিকেলে অনলাইন আলোচনা সভার আয়োজন করে বিএনপি।শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর সঞ্চলায় এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।প্রায় তিন ঘন্টার এই আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, রোজিনা ইসলামকে গ্রেফাতারের মধ্যদিয়ে স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় এড়াতে পারে না সরকার ।
সাংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়ে সরকার বাকশালের পথে হাটছে দাবি করেন মির্জা ফখরুল। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন বিএনপি মহাসচিব।
গণতন্ত্র ও খালেদা জিয়াককে মুক্ত করা শপথ নেয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।