দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একধাপ এগিয়ে ১৩
- আপডেট সময় : ০৭:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের এক ধাপ এগিয়েছে। এবার, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই’র ‘দুর্নীতির ধারণা সূচক-২০২১’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এবারও ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড কম দুর্নীতিগ্রস্ত দেশের বিবেচনায় শীর্ষে অবস্থান করছে। দক্ষিণ সুদান হয়েছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ।
বিশ্বের ১৮০ দেশের দুর্নীতির ধারণা সূচক-২০২১’ শীর্ষক গবেষনা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল…টিআই।
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির সূচকে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। ২৬ স্কোর পেয়ে ১৩তম অবস্থানে আছে বাংলাদেশ।
কোভিডকালে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য বিভাগ, বিচারহীনতা, ক্ষমতার অপব্যবহারসহ নানা খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও জানান টিআইবি পরিচালক।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী এবারও ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড কম দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে অবস্থান করছে। এছাড়া, এবারও দক্ষিণ সুদান সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে রয়েছে।