দুর্নীতিবাজ-অর্থ পাচারকারী যত ক্ষমতবানই হোক কাউকেই ছাড় দেয়া হবে না
- আপডেট সময় : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীরা যত ক্ষমতবানই হোক না কেন, কাউকেই ছাড়া দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট। আলোচিত অর্থ পাচারকারি পি কে হালদার ইস্যুতে জারি করা রুলের শুনানিতে এই হুশিয়ারি দেয় উচ্চ আদালত। আগামী ৯ ডিসেম্বর এ বিষয়ের অগ্রগতি জানাতে দুদকে নির্দেশও দেয় আদালত। তবে উচ্চ আদালতের এই অসন্তোষ প্রকাশের পর পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারিক আদালত।
প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে আত্মগোপন করা মানুষটির নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। মামলা দায়ের করার পর আলোচিত এই অর্থ পাচারকারিকে দেশে ফেরাতে ইন্টারপোলের সাহায্য চায় দুদক। এসময় আদালতের গ্রেফতারি পরোয়ানা দেখতে চায় আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি। এর মাঝে প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও দুদকের আবেদনে সায় দেয়নি বিচারিক আদালত।
বুধবার ছিল শুনানির পূর্ব নিধারিত দিন। এদিন পিকে হালদারকে দেশে ফেরাতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আদালতকে জানান দুদকের আইনজীবী। এসময় বিদেশে অর্থ পাচারকারি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চ।
পাশাপাশি আড়াই মাস পেরিয়েও গেল পিকে হালদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি না করায় দুদকের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট।
তবে আমলযোগ্য অপরাধ থাকায় পরোয়ানা ছাড়াই পিকের বিরুদ্ধে ইন্টারপোল ব্যবস্থা নিতে পারে জানিয়ে দুদক আইনজীবী জানান কমিশন সব চেষ্টাই করছে।
অন্যদিকে উচ্চ আদালতের ক্ষোভ প্রকাশের পরই পাল্টে যায় দৃশ্যপট। গেল ১৫ সেপ্টেম্বর দুদকের করা আবেদন আমলে নিয়ে পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারিক আদালত।