দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে নিজেকে দুর্নীতিমুক্ত করতে মেয়র তাপসকে পরামর্শ দিয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে নিজেকে দুর্নীতিমুক্ত করতে বর্তমান ডিএসসিসির মেয়র তাপসকে পরামর্শ দিয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন। পদে থাকার যোগ্যতাও তিনি হারিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
অবৈধ দোকানদারদের উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন যোগ দিয়ে এ কথা বলেন ঢাকা দক্ষিণের সাবেক এই মেয়র। এসময় তিনি আরো বলেন, বর্তমান মেয়র তাপস শত শত কোটি টাকা নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তর করেছেন। এ অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করে লভাংশ বুঝে নিচ্ছেন। সকালে হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।