দুর্নীতির অভিযোগে আমীর খসরুকে দুদকের জিজ্ঞাসাবাদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
দুর্নীতি, অনিয়ম ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। তবে জিজ্ঞাসাবাদ শেষে দুদকের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসাবশত বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
সকালে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন আমীর খসরু। পরে দুদকের অনুসন্ধান কর্মকর্তা সেলিনা আখতার তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রায় আড়াই ঘণ্টা পর দুদক কার্যালয় থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ দাবী করেন তিনি। তবে আমীর খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তোলে দুদক। এর আগে দু’দফা তলব করা হলেও দুদকে হাজির হতে পারেননি আমির খসরু।