দুর্নীতির তথ্য সংগ্রহ এবং তথ্য চুরি এক জিনিস নয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দুর্নীতির তথ্য সংগ্রহ এবং তথ্য চুরি এক জিনিস নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহানায়ক বঙ্গবন্ধু বাংলাদেশ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, রোজিনার ঘটনাটি অনভিপ্রেত। দুর্নীতির তথ্য সংগ্রহের একটা নিয়ম আছে। দুর্নীতির তথ্য সংগ্রহ এবং তথ্য চুরি এক জিনিস নয়। দুর্নীতিসহ যেকোনো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার তথ্য কমিশন গঠন করেছে। সেভাবে মানুষ তথ্যও পাচ্ছে। এছাড়া টিআইবি বিভিন্ন সময় যে গবেষণার কথা বলে, বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে একটি রিপোর্ট তৈরি করে, সেটিকে গবেষণা বলে চালিয়ে দেয়, এটি সমীচীন নয় বলেও ব্যক্ত করেন হাছান মাহমুদ।