দুর্নীতির ধারণা সূচক নিয়ে টিআই’র প্রকাশিত প্রতিবেদন গতানুগতিক ও একপেশে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দুর্নীতির ধারণা সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল—টিআই’র প্রকাশিত প্রতিবেদন গতানুগতিক ও একপেশে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টিআই জাতিসংঘের অ্যাফিলিয়েটেড কোনো সংস্থা নয়। বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে চলে এই এনজিও। টিআইবি ও বিএনপির বিবৃতির মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, সংস্থাটি দুর্নীতি নিয়ে কাজ করলেও, তাদের নির্বাচন কমিশন আইন নিয়ে দেয়া বিবৃতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এছাড়াও বিভিন্ন সময় রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দিয়ে টিআইবি প্রমাণ করেছে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়। মন্ত্রী বলেন,এটিকে বাংলাদেশে অনেক গুরুত্ব দেওয়া হয়। ভারতসহ অনেক দেশে গুরুত্ব দেয় না।