দুর্নীতির মামলায় যে কোন শর্তে জামিনের আবেদন হাজী সেলিমের
- আপডেট সময় : ০২:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হাজি সেলিম আত্মসমর্পণ করার কথা রয়েছে আজ। ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ হাজির হবেন। এ তথ্য জানিয়েছেন হাজি সেলিমের আইনজীবী। দুর্নীতির মামলায় জামিন এবং সেই সঙ্গে উন্নত চিকিৎসা ও কারাগারে ডিভিশনের আবেদন করা হবে আদালতে।
আদালতে আত্মসমর্পণ করার পর জামিন বাতিল হলে হাজী সেলিমকে কারাগারে যেতে হবে। সে বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ডিভিশনের আবেদন প্রস্তুত রাখা হয়েছে। হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ১০ ফেব্রুয়ারি। অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত। গত ২ মে দণ্ড মাথায় নিয়ে থাইল্যান্ড গেলে তা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে ৫ মে দুপুরে দেশে ফিরে আসেন হাজি সেলিম। চলতি বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজি সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১৩ বছর সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় মামলা করে দুদক। ওই মামলায় ২০০৮ সালে হাজী সেলিমকে দুদক আইনের দু’টি ধারায় মোট ১৩ বছর কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।