দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ। ভারতের ওড়িশার পুরির দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি।
আজ দুপুর নাগাদ শক্তি হারিয়ে পুরি উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদেনিপুর আর ঝাড়গ্রামের কিছু জায়গায়। বৃষ্টি ঝরতে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের বেশিরভাগ জেলায়। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি।