দুর্বার রিয়াল মাদ্রিদ আরও একবার প্রমাণ করলেন নিজেদের

- আপডেট সময় : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
প্রতিশোধ নেয়া হলো না লিভারপুলের। বিপরীতে অপ্রতিরোধ্য, দুর্বার রিয়াল মাদ্রিদ আরও একবার প্রমাণ করলেন নিজেদের। রুদ্ধশ্বাস ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৪তম বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো রিয়াল। একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়ার। এই অর্জনে রেকর্ড গড়লেন রিয়াল কোচ আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে জিতলেন চ্যাম্পিয়ন্স লিগের চার শিরোপা।
শ্রেষ্ঠত্ব অর্জনে কালের পাতায় ছাপ রেখে যেতে হয়। তাই করে চলেছে রিয়াল মাদ্রিদ। সময়ের সঙ্গে চরিত্র বদলেছে, রোনালদো, রামোসদের যুগ শেষ, কোচ জিদানও নেই। তবে, এখনও উজ্জল নক্ষত্র হয়ে জলছে রিয়াল মাদ্রিদ। দৃশ্যপট বদলে এখন সময় বেনজেমা, ভিনিয়াস জুনিয়র ও থিবো কোর্তোয়াদের। যাদের হাত ধরে লিভারপুলকে হতাশায় ডুবিয়ে রেকর্ড ১৪তম বারের মতো ইউসিএলের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
কোর্তোয়ার এই গ্লাভস জোড়াতেই যেন লেখা ছিলো চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য। ম্যাচের একমাত্র গোলদাতা ভিনিসিয়াস জুনিয়র হলেও আসল নায়ক থিবো কোর্তোয়া।
অবিশ্বাস্য, অতুলনীয়, অতিমানবীয় এই বিশেষণগুলো দিয়েও হয়তো কোর্তোয়ার এই পারফরম্যানস ঠিকঠাক বোঝানো যাবে না। লিভারপুলের আক্রমণভাগের সামনে পুরো সময় দেয়াল হয়ে ছিলেন ৬ ফুট ৬ ইঞ্চির থিবো কোর্তোয়া। সালাহ, মানে ও দিয়াজদের সব আক্রমণ একাই রুখে দিয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক।
১৬ মিনিটে সালাহ’র শট বাঁদিকে ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। সেই শুরু এরপর অবিশ্বাস্যভাবে একেরপর এক গোল বাঁচিয়েছেন কোর্তোয়।
শুধু গ্লাভস নয়, হাত-পা-বুক শরীরের কোন অংশ দিয়ে গোল ঠেকাননি কোর্তোয়া। ম্যাচের শেষ মিনিটেও সালার শট ঠেকিয়ে দলকে রক্ষা করেছেন বেলজিয়ান তারকার। প্রতিপক্ষের ৯ শট ঠেকিয়ে রিয়ালের জয়ের নায়ক থিবো কোর্তোয়। যার দেয়াল ম্যাচের শেষ পর্যন্ত ভাঙ্গতে পারেনি ক্লপ শিষ্যরা।
এর মাঝেই আচমকা এক প্রতি-আক্রমণে ব্যবধান গড়ে দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্যস, আসর জুড়ে দুর্দান্ত সব প্রত্যাবর্তনের গল্প লেখা কার্লো আনচেলত্তির দল সাফল্যের রঙ-তুলি দিয়ে আঁকল চেনা ছবি।
স্বপ্ন পূরণের রাতে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো রিয়াল মাদ্রিদও। যদিও এমন দিনে আনচেলত্তি শিষ্যদের ভুল কে ই-বা মনে রাখবে। তবে, মনে থাকবে সালাহ-ফিরমিনোদের কান্না। ২০১৮’র পর আরও একবার রিয়ালের কাছে ধরাশয়ী লিভারপুল।
ফুটবলে গোলদাতারাই ম্যাচের ফল বের করে আনে। সে হিসেবে ভিনিসিয়ুস জুনিয়র প্রশংসার দাবিদার। তবে, ফাইনালে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন একজন থিবো কোর্তোয়া। যার আলোয় আলোকিত রিয়াল, রেকর্ড ১৪তম শিরোপা উৎসবে।