দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গাইবান্ধার ফুলছড়ির ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গাইবান্ধার ফুলছড়ির ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি নিহত।
গেলোরাতে শহরের পূর্বপাড়ার একটি বিড়ি কারখানার মোড়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। রোববার রাত সাড়ে দশটার দিকে ওষুধ কিনে বাসায় ফেরার পথে তার ওপর হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী কাঞ্চন ও তার সহযোগীরা। এ সময় রকিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার মোহাম্মদ তোহিদুল ইসলাম জানয়েছেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।