দুর্ভোগের আরেক নাম নেত্রকোনার মদন পৌরসভার প্রধান সড়ক
- আপডেট সময় : ০১:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সড়ক ও জনপথের সহযোগিতায় ঠিকাদারের গাফিলতিতে বেহাল হয়ে পড়েছে নেত্রকোনার মদন পৌর শহরের একমাত্র সড়কটি। সামান্য বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হয় বড় বড় গর্ত। যানবাহনসহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোনো কাজ হচ্ছেনা বলে অভিযোগ স্থানীয়দের।
দুর্ভোগের আরেক নাম নেত্রকোনার মদন পৌরসভার প্রধান সড়ক। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় বড় বড় গর্ত ও খানা-খন্দ। দেখা দেয় জলাবদ্ধতা। প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হয় পথ চলতি মানুষ। যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।
জেলা শহর থেকে মদন উপজেলা হয়ে খালিয়াজুরীসহ সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে। বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোনো কাজ হচ্ছেনা বলে জানিয়েছেন, ভুক্তভোগীরা।
ঠিকাদার ও সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণে সড়কের সংস্কার কাজ হচ্ছেনা বলে দাবি করেন, পৌর মেয়র।
গত কয়েকদিনের টানা বর্ষনে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি কমে গেলে কাজ শুরু হবে বলে আশারবাণীর কথা জানায়, সড়ক ও জনপথ বিভাগ।
শিগগিরি সড়কটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে, উপজেলাবাসী।