দুর্যোগ মোকাবিলায় ডাটাবেইজ তৈরি করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
দুর্যোগ মোকাবিলায় প্রতিটি মানুষের কাছে সতর্কবার্তা পৌছে দিতে সরকার ডাটাবেইজ তৈরি করছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান।
জনসাধারণের সম্পৃক্ততা, সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নের ফলে দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা আসবে বলেও জানান তিনি। তৃণমূল পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা শীর্ষক কর্মশালায় এ সব কথা বলেন তিনি ।
রাজধানীর হোটেল সোনারগাঁও এ স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থাপনা উন্নয়ন শীর্ষক প্রকল্পের বার্ষিক অগ্রগতির অবহিতকরণ কর্মশালা আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ডাটাবেজ পোর্টাল উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যার আগাম সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার তাগিদ দেন তারা।
কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে জাতীয় ও স্থানীয় সংগঠনের সম্মিলিত ভূমিকা থাকতে হবে।
দুর্যোগ মোকাবিলায় বেসরকারি খাতকে যুক্ত করতে উদ্যোগ নেয়ারও আহবান জানান ডা. এনামুর রহমান।