দৃর্বৃত্তের ছুরিকাঘাতে মিরপুরে চিকিৎসকের মৃত্যু
- আপডেট সময় : ১০:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঢাকার শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল নিহত হয়েছেন। ভোর ৫টার পর শেওড়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি ঠিকাদারী ব্যবসার সাথেও যুক্ত ছিলেন।
গরিবের ডাক্তার খ্যাত ডা. আহমেদ মাহী বুলবুল দাতের চিকিৎসক। রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামের প্রতিষ্ঠানে তিনি চিকিৎসা দিতেন। দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা করতেন।
রবিবার ভোর ৫ টায় ঠিকাদারী কাজের জন্য নোয়াখালীর উদ্দেশ্যে বাস থেকে রওনা দেন ডা. বুলবুল। শেওড়াপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আল-হেলাল হাসপাতাল হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্বিত্তদের ছুরির আঘাতে নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে পরিবার।
দুর্বিত্তদের ধরতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ি রংপুরের নিয়ে যাবে পরিবার।