দৃষ্টিনন্দন রাজশাহী শহরের সড়কগুলো এখন পানিতে ভাসছে
- আপডেট সময় : ০১:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
দৃষ্টিনন্দন রাজশাহী শহরের সড়কগুলো এখন পানিতে ভাসছে। কার্পেটিং উঠে যাওয়ায় ছোট ছোট খালে রূপ নিয়েছে রাস্তাটি। চলাচল করতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। করোনার কারণে সড়ক সংস্কার করা যায়নি বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।
এ রকম চকচকে ও প্রশস্ত সড়কের সুনাম রয়েছে রাজশাহী নগরীর।তবে, এর আড়ালে রয়েছে ভাঙাচোরা সড়কে সীমাহীন দুর্ভোগের চিত্র। টার্মিনাল থেকে নাটোরমুখী বিভিন্ন রুটে বাস চলাচলের জন্য নির্ধারিত সড়ক এটি। কিন্তু, দুই কিলোমিটার সড়কের কমবেশি পুরোটাই এখন জলমগ্ন।
গত ২০ বছর ধরে এটি সংস্কার করেনি সিটি কর্পোরেশন। বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।
এদিকে, মধ্যনগরীতে চলাচলের আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক সাগরপাড়া থেকে টিকাপাড়া। বেহাল দশার কারণে রিকশাও চলতে চায় না এ সড়কে।
সিটি কর্পোরেশন বলছে, দরপত্রের প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু করোনা ও বর্ষার কারণে সংস্কারকাজ শুরু করা যায়নি।
নগরীর বিভিন্ন সড়ক, ফুটপাত ও ড্রেন নির্মাণে প্রায় এক হাজার কোটি টাকার কাজ করতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন।