দৃষ্টিশক্তি ও হাতের কার্যক্ষমতা হারিয়েছেন সালমান রুশদি
- আপডেট সময় : ০৫:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
এক চোখের দৃষ্টিশক্তি ও এক হাতের কার্যক্ষমতা হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি। গত ১২ আগস্টে নিউইয়র্কে চাওটাওকুয়া ইনস্টিটিউটে বক্তৃতাকালে তার ওপর হামলা চালায় এক যুবক। সে হামলায় গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণে বেঁচে যান তিনি।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সালমান রুশদির সাহিত্যিক এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি ওই হামলা কতটা ‘নিষ্ঠুর’ ও প্রাণঘাতী ছিল, তা ব্যাখ্যা করেন। তিনি জানান, রুশদির বুকে আরও ১৫টি গভীর ক্ষত রয়েছে। তিনি এক চোখ হারিয়েছেন। তার গলায় তিনটি গুরুতর জখম ছিল। বাহুর স্নায়ু কেটে যাওয়ায় এক হাত অক্ষম হয়ে গেছে। তবে রুশদি এখনও হাসপাতালে আছেন কি না, সে বিষয়ে ওয়াইলি কিছু জানাননি। ইসলাম ধর্ম নিয়ে ‘স্যাটানিক ভার্সেস’ নামে বিতর্কিত বই লিখে আশির দশক থেকেই হুমকির মুখে ছিলেন তিনি। বইটিকে বহু মুসলিম ধর্ম অবমাননাকারী বলে মনে করে থাকে।