দেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৬১৩ বার পড়া হয়েছে
ছদ্মবেশী গণতন্ত্রের নামে ১৯৭৫-এর বাকশাল কায়েম করে আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি । মির্জা ফখরুল বলেন, আজও বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে। রক্তের দামে কেনা এই স্বাধীন বাংলাদেশের মানুষ কোনো দেশের প্রভুত্ব মেনে নেবে না বলেও জানান তিনি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোন একক দলের কৃতিত্ব নয় বলে জানান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা।
সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিবের ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারো দানে পাওয়া নয়, রক্তের দাম দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে।
স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করে ছদ্মবেশী গণতন্ত্র প্রতিষ্ঠা করে সরকার মানুষের সাথে প্রতারণা করছে বলেও অভিযোগ করে তিনি ।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।