দেশকে রক্ষা করতে সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব পরিবেশ দিবস ও ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন প্রাঙ্গনে একটি ডুমুর ও একটি সোনালু গাছের চারা রোপণ করেন তিনি।
সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে দেশে বনভূমির পরিমান বেড়েছে বলে এসময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী ।
সবাইকে অন্তত একটি করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর পাশাপাশি যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায়, নিজের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে বৃক্ষরোপণ এর বিকল্প নেই।
উন্নয়নশীল বাংলাদেশ বঙ্গবন্ধুর দেখানো পথে মর্যাদার সাথে এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।