দেশজুড়ে উদযাপিত হচ্ছে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস

- আপডেট সময় : ০২:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বসন্ত বাতাসে রাজধানীসহ সারাদেশে চলছে ভালোবাসা দিবসের জয়োগান। বাসন্তি রঙের সাজপোশাকিতে একাকার হয়ে পড়েছে প্রকৃতিও। বাংলা বর্ষপঞ্জিতে সংশোধনের ফলে একই দিনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস বা ‘ভ্যালেন্টাইস ডে’। পঁচিশ বছরের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদারয়ের চারুকলার বকুলতলায় বসে বসন্ত উৎসবের আসর। আশিক ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন মৌসুমী আচার্য্য।
নতুন প্রাণের কল্লোলে প্রকৃতির বুকে সেজেছে ঋতুরাজ বসন্ত। সবুজ পাতার বুকে ফুলের হাসি যেন নবজীবনের উচ্ছ্বাস।ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির এমন বর্ণিল সাজের ছোঁয়া লাগে বসন্ত উৎসবের মঞ্চেও। শিল্পীর তুলির আঁচড়ে অথবা কবির কবিতায় কখনও বন্দনা বসন্তের দখিনা বাতাসের, কখনও আরাধনা হয় সুবাসমাখা ফুলের। এবছর যোগ হয়েছে ভালোবাসার রং। সেই আবেশে মেতেছেন শিল্পী সমাজও। বাঙালির বারো মাসের তেরো পার্বনের সূচনাও হয় এমনই এক ঋতুতে। যখন মানুষের মন ঠিক যেন কবিগুরুর ভাষায় ‘অলক্ষ্য রঙে’র ছোঁয়ায় অকারণের সুখে’ ভরে ওঠে। বাসন্তী ভালোবাসার নির্যাস তাই ছড়িয়ে পড়ে সাজ-পোশাকের বাহারের মতোই মানুষের দেহ-মনে। রঙিন ভালোবাসায় সাজানো বসন্ত বরণের পার্বন শেষ হলেও পথে-প্রান্তরে ছড়িয়ে থাকে তার রেশ।