দেশজুড়ে এসএটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৬:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / ১৮২০ বার পড়া হয়েছে
এস এ টিভি’র ১১তম বর্ষপূর্তিতে উদযাপন চলছে জেলায় জেলায়। প্রতিনিধিদের সহযোগিতায় এ উৎসবের কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন জেলার স্বনামধন্য ব্যক্তি ও সাংবাদিকরা।
দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এসএটিভি’র ১১ বছরে পদার্পন উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে চট্টগ্রাম নিউজ পয়েন্টে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা এসএটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার ভুয়সী প্রশংসা করার পাশাপাশি আগামী দিনের প্রত্যাশার কথা জানান। এসএটিভির এমডি সালাউদ্দিন আহমেদের পক্ষে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এসএটিভি’র চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ সোহাগ কুমার বিশ্বাস ও এসএ পরিবহনের জিএম মোরশেদ আলম চৌধুরী।
নানা আয়োজনে রাজশাহীতে উদযাপিত হয়েছে এসএটিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএটিভি আগামীতেও নিজস্ব স্বকীয়তা নিয়ে এগিয়ে যাবে।
খাগড়াছড়ি প্রেসক্লাবে কেক কেটে এস এ টিভির ১১ তম বর্ষপূর্তি উদযাপিত হয়। স্থানীয় প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভা হয়। এস এ টিভি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জসীমউদ্দিন মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।
বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে উদযাপিত হয়েছে এস এ টিভির জন্মদিন। দর্শক ফোরামের আয়োজনে প্রেসক্লাব থেকে রেলী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আসে। আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটা।
বরিশালে কেক কাটার মধ্যদিয়ে এসএটিভির ১১ বছরে পদার্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর ব্রাউন কম্পাউন্ড এসএটিভির অস্থায়ী কার্যালয়ে এ কেক
কাটা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার, আবু আহমদ আল মামুনসহ আরো অনেকেই।,
আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয় নোয়াখালীতে। স্থানীয় প্রেসক্লাবে ১১তম প্রতিষ্ঠা বাষির্কীতে প্রতিনিধি আবদুর রহিম ছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে বেনাপোলে এসএ টিভির বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলনের স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন প্রতিনিধি শেখ নাছিরর উদ্দিনসহ অনেকে। রেলি শেষে কেক কাটা হয়।
চুয়াডাঙ্গার একাডেমি মোড়ের সারা ভবনে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় এসএ টিভির ১১ বর্ষপূতির্র অনুষ্ঠান।
শিশু শিল্পী অর্পনের সংগীত পরিবেশনে শেষ হয় বর্ণাঢ্য আয়োজন।
ব্রাহ্মণবাড়িয়ায় এসএটিভির ১১তম বর্ষের নুষ্ঠান উদযাপন করা হয়েছে। কেক কেটে ও রকমারী খাবারে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নওগাঁয় এসএটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। সিনিয়র সাংবাদিক, এসএটিভির নওগাঁ প্রতিনিধিসহ জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত সুধীজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে পঞ্চগড়ে এসএ টেলিভিশনের ১১ বছরে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। পঞ্চগড় প্রেস ক্লাব হল কক্ষে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- জেলা আ.লীগের সাধারণ সম্পাদক।
রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য অঞ্চলের প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ। প্রতিনিধি মোহাম্মদ সোলাইমান সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। এসএটিভির ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তির কেক কাটা হয়।
বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে এসএ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কেককাটাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভোলায় কেক কাটা, আলোচনা সভা, বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে এসএ টিভির ১২ বছর পূর্তি পালিত হয়েছে। সকালে ভোলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু।
ঝালকাঠিতে এস এ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক।
ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি রেলি বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শোভাযাত্রা শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন জেলা প্রেসক্লাবের সভাপতিসহ স্থানীয় সাংবাদিকরা। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জে বনার্ঢ্য শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় সাংবাদিকরা। এসএটিভির ভবিষ্যত সফলতা কামনা করেন উপস্থিত মেহমানরা।
বর্ণাঢ্য আয়োজনে এতিম শিশুদের নিয়ে বগুড়ায় এস এ টেলিভিশনের ১১ বছরে পদার্পণ অনুষ্ঠানের কেক কাটা, আলোচনা সভা ও রেলি করা হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট জনদের নিয়ে কেক কাটেন বগুড়ার জেলা প্রশাসক। রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে।
পাবনায় বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। পাবনা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেককাটাসহ নানা আয়োজনে শেষ হয় অনুষ্ঠান।
প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএটিভির উন্নতি কামনা করে মাদারীপুরে আলোচনা সভা, কোরআনখানি, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। এসময় সাংবাদিক ও মাদরাসার ছাত্র-শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কেক কাটা আলোচনা সভাসহ নানা আয়োজনে কুড়িগ্রামে এসএটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসকসহ প্রেস ক্লাবের সভাপতি অন্য সংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেক কাটা ও আনন্দ আড্ডার মধ্য দিয়ে লালমনিরহাটে পালিত হয়েছে এসএ টিভির জন্মদিন। দুপুরে লালমনিরহাট এসএ পরিবহন সংলগ্ন এসএ টিভির অফিসে এই আনন্দ আয়োজনে অংশ নেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সিনিয়র সাংবাদিকরা।
নরসিংদীতে এসএ টিভির ১১বছরে পদার্পন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতন। ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন অতিথিরা।
কুমিল্লায় বর্নাঢ্য আয়োজনে শেষ হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন।
কেক কাটা, রেলী, আলোচনা সভাসহ নানা আয়োজনে কুষ্টিয়ায় এস এ টিভির জন্মদিন উদযাপিত হয়েছে। প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
দিনাজপুরে আলোচনা সভা কেক কাটার মধ্য দিয়ে এসএ টিভির ১১ তম বছরে পদার্পণ সাড়ম্বরে পালিত হয়েছে। সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
যশোরে এসএ টিভি’র জন্মদিনে আলোচনা সভা ও কেক কাটা হয়। প্রেসক্লাবের হল হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার। বক্তারা এসএটিভির সাফল্য কামনা করেন।
নানা আয়োজনে কিশোরগঞ্জে এসএ টিভির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের হল রুমের আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতা ও মিডিয়ার সাংবাদিকরা।
সারাদেশের মতো চাঁদপুরেও বর্ণিল আয়োজনে এসটিভির ১০ম জন্মদিন পালিত হয়েছে।প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কেক কাটার পর নীলফামারীর প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।