দেশজুড়ে প্রশাসনের উদ্যোগে চলছে মাস্ক ব্যবহার নিয়ে সচেতনামূলক প্রচারণা
- আপডেট সময় : ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি বাড়াতে দিনাজপুরের বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময় সভা হয়েছে। সেই সাথে দেশজুড়ে প্রশাসনের উদ্যোগে চলছে মাস্ক ব্যবহার নিয়ে সচেতনামূলক প্রচারণা।
এবারের শীত মৌসুমে করোনার প্রকোপ আরও বাড়তে পারে– এমন আশংকার কথা জানিয়ে দিনাজপুরের স্থানীয় এমপি বলেছেন, সরকারি-বেসরকারী সব অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক করতে তদারকি জোরদার করতে হবে। সকাল ১০টায় দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন এমপি মনোরঞ্জন কুমার শীল।
এদিকে, “সবাই মিলে মাস্ক পরি, করোনামুক্ত ঠাকুরগাঁও গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ ঠেকাতে কার্যক্রম শুরু হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রেলী, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। সকালে শহরের চৌরাস্তা থেকে পুরাতন বাসষ্ট্যান্ড পর্যন্ত ১ কিলোমিটার ব্যাপী মানববন্ধন পালন করা হয়। রাস্তার দুই পাশে ব্যানার, ফেষ্টুন হাতে নিয়ে প্রায় দুই ঘন্টার কর্মসূচিতে অংশ নেন সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন, স্কুল- কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণ।