দেশজুড়ে ভাষ্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৫:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
দেশজুড়ে ভাষ্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী হিসেবে বিএনপিকে অভিযুক্ত করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে, দলের আরেক নেতা মাহবুব উল আলম হানিফ বলেছেন, ভাস্কর্যের সাথে ধর্মের কোন সাংঘর্ষিক সম্পর্ক নেই। এর অপব্যাখ্যা দিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
নওগাঁর মান্দা উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, দেশজুড়ে ভাষ্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি। তিনি বলেন, একদলীয় শাসন অবসানের ডাক প্রকৃতপক্ষে উন্নয়ন ও স্বাধীনতাবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা।
এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, ভাষ্কর্যের উপর আঘাত কোনভাবে সহ্য করা হবে না। এর সাথে জড়িত এবং যাদের মদদে ভাষ্কর্য ভাঙ্গা হচ্ছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। সকালে নগরীর একটি কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেন তিনি।
অন্যদিকে, বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মৌলবাদী অপশক্তি কুষ্টিয়ায় যে নমুনা দেখিয়েছে, তাদের একাত্তরের মতো প্রতিহত করা হবে। রংপুর ফাউন্ডেশন আয়োজিত জেলার ইতিহাস পুণর্মুদ্রণ বইয়ের মোড়ক উন্মেচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান আওয়ামী লীগের নেতারা।