দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র বাহিনী আরো এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নতুন প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিতে আগেভাগেই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র বাহিনী আরো এগিয়ে যাবে। এই বাহিনীর আধুনিকায়নে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এগিয়ে যাচ্ছে দেশ, আরো এগিয়ে যাবে…. এমনটাই মন্তব্য করেছেন বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের সশস্ত্রবাহিনীকে আধুনিক করতে কাজ করছে সরকার। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভাবমূর্তি রক্ষায় বাহিনীর সদস্যরা কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সরকার প্রধান আরো বলেন, আগামী প্রজন্মকে সুন্দর বাসযোগ্য পরিবেশ দিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেয়া হয়েছে নানা উদ্যোগ।
এছাড়া, প্রধানমন্ত্রী আরো বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে সরকার।
সেই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে আরো বেশি স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা।