দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী- ড. এম এ ওয়াজেদ মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী আজ।
প্রতিবছর দিনটি পালনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং ড. এম এ ওয়াজেদ ফাউন্ডেশন কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, মিলাদ মাহফিল ও গরীবদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করলেও এ বছর করোনা পরিস্থিতিতে অধিকাংশ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে কবরে শ্রদ্ধাঞ্জলিসহ ফাতেহা পাঠ এবং ইফতার বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। ড. ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জে জন্মগ্রহণ করেন। অসাধারণ মেধার অধিকারী এ বরেণ্য ব্যক্তি শৈশব থেকেই শিক্ষানুরাগী ছিলেন। তিনি বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ৯ মে পরলোকগমন করেন কর্মবীর এই বিজ্ঞানী।