দেশব্যাপী শুরু হয়েছে গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি
- আপডেট সময় : ০৯:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশব্যাপী শুরু হয়েছে গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি। প্রথম দিনে রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে দেখা যায় টিকা গ্রহীতাদের ব্যাপক উপস্থিতি। নিবন্ধন ছাড়া, শুধুমাত্র মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে সহজেই টিকা নিতে পেরে খুশি গ্রহীতারা। তিন দিনে প্রায় সোয়া ২ কোটি ডোজ টিকা দেয়া হবে। এই কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত।
এক কোটি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের দ্বিতীয় ডোজের প্রথমদিন ছিলো আজ। রাজধানী ঢাকাসহ বিভিন্ন টিকাকেন্দ্রে ছিলো টিকা গ্রহিতাদের সারিবদ্ধ লাইন। উপচেপড়া ভীড় সামলাতে হিমসিম খেতে হয় সেচ্ছাসেবকদের।
গণটিকা প্রয়োজন হয়নি এসএমএস আসার অপেক্ষা। লাগেনি জন্মনিবন্ধন কার্ড, জাতীয় পরিচয়পত্র সহ কোন কাগজপত্র । তাই ঝামেলামুক্ত ভাবে টিকা নিতে পেরে খুশি গ্রহিতারা।
১৮ বছরের বেশি যে কেউ কোন নিবন্ধন ছাড়াই প্রথম ডোজ থেকে শুরু করে বুষ্টার পর্যন্ত টিকা গ্রহণ করতে পারছেন। দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে এমন উদ্যোগ সাধারন মানুষকে টিকা নিতে আরো আগ্রহী করে তুলবে। এমনটাই মনে করেন শ্যামলি টিবি হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ আয়শা আক্তার।
পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তিনি। টিকা নেয়ার পরও কোভিডে আক্রান্ত হবার আশংকা থাকায় প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়ার কথা জানান তিনি।
এর আগে গণটিকার প্রথম ডোজ দেয়া হয় ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারী। তিনদিন দ্বিতীয় ডোজ কার্যক্রম শেষে ৪ মাসের মধ্যে যে কেউ নিতে পারবে বুষ্টার ডোজ।