দেশি-বিদেশি পর্যটকের কাছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন আকর্ষণীয় স্থান
- আপডেট সময় : ১১:২৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দেশি-বিদেশি পর্যটকের কাছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন আকর্ষণীয় স্থান। তেমনি এর অর্থনৈতিক প্রভাবও ব্যাপক । কিন্তু সঠিক পরিকল্পনা ও বন বিভাগসহ পর্যটন শিল্পের সাথে জড়িতদের সমন্বিত পরিকল্পনার অভাবে ব্যাহত হচ্ছে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন। বন বিভাগ জানায়, ২০১৪ সালে সুন্দরবন ভ্রমণ নীতিমালা প্রণীত হয়েছে, যা বাস্তবায়নে নতুন পর্যটন স্পট বাড়ানোর কাজ চলছে।
জীববৈচিত্র্যের প্রাচুর্যের কারণে সুন্দরবন পৃথিবীর অন্য পর্যটন স্পট থেকে স্বতন্ত্র। সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও রয়েছে নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির, ডলফিন ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণী ।নদী ও খালের সামনে দেখা মেলে বিভিন্ন প্রকার পাখি ও জলজ প্রাণির । সেইসঙ্গে দেখা যায় হরিণের পালও । তাইতো প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, ভয় ও শিহরণের এক মেলবন্ধন এই সুন্দরবন। সর্ববৃহৎ ম্যানগ্রোভ এই বনটি তাই দেশ-বিদেশের পর্যটকদের জন্য একই সঙ্গে বিনোদন ও গবেষণার স্থান হয়ে উঠতে পারে।
তবে সুন্দরবনের পর্যটন এলাকাগুলোতে পর্যটক বান্ধব অবকাঠামো না থাকা ও পর্যটকদের অনুমতি প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় ব্যাহত হচ্ছে ইকোটুরিজিম। সুন্দরবন রক্ষায় পরিকল্পিত কর্মসূচির ওপর গুরুত্ব আরোপ করলেন পরিবেশবিদ ও সুশিল সমাজের প্রতিনিধিরা। বন বিভাগ জানায়, ২০১৪ সালে সুন্দরবন ভ্রমণ নীতিমালা করা হয়েছে, যা বাস্তবায়নে নতুন পর্যটন স্পট বাড়ানোর কাজ চলছে।