দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে বিকৃত করে চলচ্চিত্র নির্মাণ ঠেকানোই সেন্সর বোর্ডের প্রধান কাজ : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে বিকৃত করে চলচ্চিত্র নির্মাণ ঠেকানোই সেন্সর বোর্ডের প্রধান কাজ বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ।
সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, মূলধারাকে গুরুত্ব দিয়ে বাণিজ্যিক সিনেমাতেও অনুদান দিচ্ছে সরকার। অনুদান নিয়ে সিনেমা না বানিয়ে টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে মামলাও হয়েছে বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, করোনাকালে দেশে সিনেমা হলের সংখ্যা ৬৫ তে নেমে এসেছিল। এই মুহূর্তে ২১৪টি সিনেমা হল চালু আছে বলে জানান তথ্যমন্ত্রী। বৈঠকে চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক সমিতি ও পরিচালক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।