দেশীয় পোশাকের সম্ভার শাহবাগ আজিজ মার্কেটে ঈদের জমজমাট কেনাকাটা
- আপডেট সময় : ০৩:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে কেনাকাটা বাড়ছে রাজধানীর দেশীয় পোশাকের সম্ভার হিসেবে পরিচিত শাহবাগের আজিজ সুপার মার্কেটে। রমজানের শুরুর দিকে পাইকারি বিক্রি বেশি হলেও ঈদ ঘনিয়ে আসায় এখন বাড়ছে খুচরা বিক্রি। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে সববয়সি পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। দাম কম এবং ব্যতিক্রমী নকশা ও ডিজাইনের ভিন্নতায় সন্তুষ্টির কথা জানালেন ক্রেতারাও।
এক সময়ের জনপ্রিয় ও দুর্লভ সব বই কেনাবেচার স্থান আজিজ সুপার মার্কেট এখন দেশীয় পোশাকের সম্ভার। শিল্প ও সংস্কৃতি কর্মীদের প্রিয় আড্ডার এ জায়গায় সরব এখন ক্রেতা-বিক্রেতার পদচারণায়।
ঈদকে কেন্দ্র করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপাদানের মিশেল আর বাংলার বিচিত্র রঙ্গের নকশায় সাজানো এখন আজিজ মার্কেটের ফ্যাশন হাউজগুলো। পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, সালোয়ার কামিজ, শার্ট, প্যান্ট, টি-শার্ট ও ছোটদের পোশাক সবকিছুতেই ফুটিয়ে তোলা হয়েছে শতভাগ বাঙালিয়ানা। পোশাক তৈরিতে খরচ বেশী হলেও সে তুলনায় এবার দামে তেমন কোন পরিবর্তন আনা হয়নি বলে জানান বিক্রেতারা।
ফ্যাশন সচেতন সাধারণ ক্রেতাদের প্রথম পছন্দ এখন আজিজ মার্কেট। যাদের বড় একটি অংশ তরুণ-তরুণী।
কম দামে ব্যতিক্রমী পোশাকের টানে এই মার্কেটে ভীড় জমান শিক্ষার্থীদের বড় একটা অংশ। বুটিক হাউজের নানা ডিজাইন আকর্ষণ করে তাদের।অনেকেই এসেছেন নিজের এবং পরিবারের জন্য ঈদের পোশাক কিনতে। বড়দের হাত ধরে কেনাকাটায় শিশুরাও ছিলো প্রাণবন্ত।
উৎসবপ্রিয় বাঙ্গালীর সব আনন্দ যেন পছন্দের পোশাকে নিজেকে সাজানোর মাঝেই। আর সাধ, সাধ্য, শখ ও স্বপ্নপূরণ, সবকিছুরই পূর্ণতা পায় আজিজ মার্কেটের কেনাকাটায়।