দেশের অর্থনিতীতে সবচেয়ে বড় অবদান রাখছেন প্রবাসীরা
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৯:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
দেশের অর্থনিতীতে সবচেয়ে বড় অবদান রাখছেন প্রবাসীরা। তাই প্রবাসীদের প্রতি অত্যান্ত যন্তশীল বর্তমান সরকার। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ বিজনেজ কাউন্সিল দুবাইয়ের যৌথ উদ্যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহাম্মেদ এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীদের কভিড-১৯, আর পিসি টেষ্ট ১৬০০টাকা প্রবাসী কল্যান মন্ত্রনালয় থেকে পরিশোধ করা হবে বলেও জানান মন্ত্রী। এ সময় দেশের এয়ারপোর্টে হয়রানী ও বিমানের ভাড়া বৃদ্ধি সক্রান্ত বিষয়ে মন্ত্রী প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদুত আবু জাফরের সভাপতিত্বে ও শ্রম সচিব ফকির মনোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন কনস্যাল জেনারেল বি এম জামাল হোসেন, বাংলাদেশ বিজনেজ কাউন্সিল দুবাইয়ের সভাপতি মাহতাবুর রহমান নাসির সি আই পি সহ আরো অনেকে।