দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলেই দেশ এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে জামালপুর রিগ্রেশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সকল আইন শৃঙ্খলা বাহিনী সকল চ্যালেঞ্জে মোকাবিলা করছে। শহরের পলাশগড় এলাকায় রিগ্রেশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর রিগ্রেশন ক্লাবের সভাপতি মির্জা আজম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা প্রশাসক সাবুশ্রী রায়সহ আরো অনেকে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ফিতা কেটে জামালপুর রিগ্রেশন ক্লাবের উদ্বোধন করেন।