দেশের আন্দোলনে সবচেয়ে বেশি অবদান কবি-সাহিত্যিকদের: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
‘দেশের আন্দোলনে সবচেয়ে বেশি অবদান কবি-সাহিত্যিকদের’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এ দেশে আন্দোলনের ক্ষেত্রে কবি ও আবৃত্তিকারদের অবদান সবচেয়ে বেশি বলেও জানান তিনি। আবৃত্তি শিল্পে বিশেষ অবদান রাখায় প্রয়াত গোলাম মুস্তাফাসহ ছয় জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক প্রদান করা হয়।
শিল্পকলা একাডেমিতে সকালে পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর যখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছিল না, তখন কবিতা হয়ে উঠে প্রতিবাদের ভাষা এবং মানুষও এতে উদ্বুদ্ধ হয়। তিনি আরও বলেন, ‘একজন কবি, শিল্পী, সাহিত্যিক, আবৃত্তিকাররা যা দিয়েছেন তা জাতির সম্পদ। ২০২০ সালের জন্য গোলাম মুস্তাফাকে পদক দেয়া হয়। এ ছাড়া ২০২১ সালের জন্য সৈয়দ হাসান ইমাম ও আশরাফুল আলম এবং ২০২২ সালের জন্য জয়ন্ত চট্টপাধ্যায়, কাজী মদিনা ও ভাস্বর বন্দ্যোপাধ্যায় এ পদকে সম্মানিত হয়েছেন।