দেশের উত্তরাঞ্চলে যাচ্ছে গ্যাস
- আপডেট সময় : ০৫:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দেশের উত্তরাঞ্চলে যাচ্ছে গ্যাস। বগুড়া থেকে রংপুর শহরের বাইপাস দিয়ে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত পাইপ লাইন বসানোর কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছরেই প্রকল্পের কাজ শেষ হবে। দীর্ঘদিন পর স্বপ্ন পূরণ হওয়ায়, উচ্ছ্বসিত এলাকার মানুষ।
বদলে যাবে সবুজভর উত্তরাঞ্চল। জমি অধিগ্রহণের পর দ্রুত গতিতে এগুচ্ছে পাইপ লাইন স্থাপনের কাজ। মাথার ঘাম ঝড়িয়ে কৃষিতে এগিয়ে যাওয়া কষ্টের দিন শেষ হতে চলেছে। পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আসছে উত্তরাঞ্চলে। সরবরাহ শুরু হলে পাল্টে যাবে অর্থনৈতিক চিত্র। দৃশ্যমান হবে উন্নয়ন।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জানিয়েছে, বগুড়া হয়ে রংপুর ও সৈয়দপুর পর্যন্ত ১’শ ৫০ কিলোমিটার বিস্তৃত গ্যাস লাইন বসানো প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। শেষ হবে ২০২৩ সালের জুনে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বধুমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখেছেন তার ওয়াদা। দেড় হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্পটিতে থাকছে তিনটি সাব-স্টেশন। যা থেকে শিল্প,কল-কারখানাসহ সিএনজি স্টেশনে সংযোগ নিতে পারবেন উদ্যোক্তারা। তবে বাইপাস হয়ে গ্যাস যাওয়ায় আশংকায় রংপুরের ব্যবসায়ীরা। তাদের দাবি, রংপুর নগরী যেনো কোনভাবেই গ্যাস থেকে বঞ্চিত না হয়।
এতোদিন গ্যাস না থাকাটাই ছিল রংপুরে শিল্প কারখানা স্থাপনে বড় বাধা। সেই গ্যাস এলে, দ্রুত শিল্প কলকারখানা গড়ে উঠবে। বদলে যাবে অর্থনৈতিক অবস্থা।