দেশের উত্তরের হিমালয় কন্যাখ্যাত জেলা পঞ্চগড়
- আপডেট সময় : ১২:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দেশের উত্তরের হিমালয় কন্যাখ্যাত জেলা পঞ্চগড়। জেলা শহর থেকে পর্বতশৃঙ্গ হিমালয় খুব নিকটে হওয়ায় পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। কুয়াশায় ঢেকে থাকছে চারদিক।
গেল কয়েকদিন ধরে চলা তীব্র ঠান্ডা ও মৃদু শৈতপ্রবাহে বিপর্যস্ত স্থানীয় লোকজন। দূর্ভোগে পড়েছেন ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষ। জেলা প্রশাসন জানিয়েছেন, জেলার শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ৩৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
ঘন কুয়াশায় ঢেকে গেছে কুড়িগ্রামের জনপদও। রাতভর বৃষ্টিরমত পড়ছে কুয়াশা। সেই সাথে উত্তরীয় হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডার মাত্রা বেড়েছে। আজ কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশায় মেঘাছন্ন রয়েছে চুয়াডাঙ্গার আকাশ। সেই সাথে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। বলা যায় মাঘের শুরুতেই জেঁকে বসেছে শীত। ছিন্নমূল মানুষের শীত নিবারনে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন কম্বল বিতরণ করছে। হাসপাতাল গুলোতে বেড়ছে ঠান্ডাজনিত রোগী। সকাল ৯ টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।