দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদনদীতে পানি বেড়ে আবার কমতে শুরু করেছে
- আপডেট সময় : ১২:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিন ধরে চলা ভারী বর্ষণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদনদীতে পানি বেড়ে আবার কমতে শুরু করেছে। ফলে বিভিন্ন স্থানে তীব্র হচ্ছে নদীভাঙন। তবে গাইবান্ধার নদনদীতে রোববার পানি বেড়েছে।
ওইসব অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিলেও গতকাল রোববার হঠাৎই এসব অঞ্চলের নদ-নদীর পানি কমতে শুরু করে। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে পূর্ব খড়িবাড়ি টাপুরচর এলাকায় স্বেচ্ছাশ্রমে করা বালুর বাঁধে দেখা দিয়েছে ভাঙন। এতে ওই গ্রামের প্রায় ৫শ’ পরিবার পানিবন্দী। বাঁধ রক্ষায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সব জলকপাট খুলে রাখা হয়েছে। কুড়িগ্রামে কমতে শুরু করেছে সব নদ-নদীর পানি। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ জেলার ১৬টি নদনদীর পানি বৃদ্ধি পেয়ে আবার কমতে শুরু করায় ভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহে প্রায় অর্ধশত বাড়িঘর, কয়েক’শ একর আবাদি জমি, কয়েকটি বিদ্যালয় ভবন ও ঈদগাহ নদীগর্ভে বিলীন হয়েছে। এসব এলাকার পাট, সবজি, বীজতলাসহ বিভিন্ন ফসলি জমি নিমজ্জিত হয়েছে। ২৪ ঘণ্টায় গাইবান্ধার তিনটি নদনদীর পানি বেড়েছে। যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে, সেসব স্থানে প্রতিরক্ষামূলক কাজ করা হচ্ছে।