দেশের উন্নয়নে সরকার কাউকে পরোয়া করে না
- আপডেট সময় : ০২:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশের উন্নয়নে সরকার কাউকে পরোয়া করে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। পাঁচটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বিদ্যুতের বহুমুখী ব্যবহারও বাড়ছে।
করোনায় উন্নয়নের গতিধারা ব্যাহত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে টিকার আওতায় আনা হবে। যে কোন ভালো কাজের বিরোধীতা করে বিএনপি দেশকে পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন, প্রধানমন্ত্রী। বাংলাদেশ স্বাধীন উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে বলে আবারও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।