দেশের করোনার প্রকৃতি এখনো অজানা
- আপডেট সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দেশে করোনায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা কিছুটা কম হলেও শনাক্ত বেশি হচ্ছে বলে জানিয়েছেন আইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাক হোসেন। এ সময় দেশের করোনার প্রকৃতি এখনো অজানা রয়েছে জানিয়ে চলমান পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে যে কোন সময় আরো বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার শংকা জানান তিনি। এদিকে করোনা শনাক্তে পরীক্ষা আরো বাড়ানোর তাগিদ দিয়ে, দ্রুত ফলাফল পেতে এন্টিজেন টেস্টের পরামর্শ দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছে প্রায় ২ লাখ। আর আক্রান্ত হয়ে মারা গেছে আড়াই হাজারের বেশী। এছাড়া সুস্থ হয়েছেন লক্ষাধিক রোগী। সারাদেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখের মতো।
শনাক্তের শুরু থেকে করোনা পরীক্ষার জন্য সরকারী ও বেসরকারিভাবে প্রতিনিয়ত বাড়ছে পিসিআর ল্যাব। আর একইসাথে নমুনা পরীক্ষা ও শনাক্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে ।কিন্তু কয়েক দিন ধরে নমুনা পরীক্ষা কম হওয়ায় কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে পরীক্ষার তুলনায় এই শনাক্তের হার বেশি হচ্ছে বলে দাবি আইইডিসিআর-এর সাবেক এই বৈজ্ঞানিক কর্মকর্তার।
প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ লোকবল সংকট এবং করোনা ফি নির্ধারণসহ বিভিন্ন কারণে পরীক্ষা কম হলেও এটি আরো বাড়ানো উচিত বলে মনে করেন ডা. এবিএম আবদুল্লাহ।
এছাড়া দেশের করোনার গতি-প্রকৃতি নিয়েও কথা বলেন, ডা. মোস্তাক হোসেন। আর দ্রুত ফলাফল পেতে এন্টিজেন টেস্ট করানোর পরামর্শ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর।
করোনা সংক্রমণের ব্যাপারে দেশের জনগণের বিশাল অংশ এখনো উদাসীন। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারকেও আরো কঠোর হওয়ার পরামর্শ দেন তারা।