দেশের করোনা পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে :তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দেশের করোনা পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এরই মধ্যে এই মহামারী নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার সফলও হয়েছে। বিএনপির সমালোচনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় কারা মাঠে আছে আর কারা ভার্চুয়াল ব্রিফিংয়ে আছে তা জনগণই ভালো জানে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে উপনির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব জানান।
করোনা মহামারীতে স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা নিয়ে সমালোচনায় মুখর বিএনপিসহ বিরোধী দলগুলো। বিএনপি নেতাদের সমালোচনাসহ সমসাময়িক বেশকিছু বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তবে বন্যা ও করোনার মাঝে উপ-নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মানুষ উদ্বিগ্ন। তাই নির্বাচন কমিশন বিষয়টি আবার ভেবে দেখবে।
এসময় হাসপাতাল থেকে করোনা রোগী ফিরিয়ে দেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটা দায়িত্বের চরম অবহেলা এবং শাস্তিযোগ্য অপরাধ।