দেশের খুন ও ধর্ষণের ঘটনা আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে : জিএম কাদের
- আপডেট সময় : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশের খুন ও ধর্ষণের ঘটনা আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, আইনের শাসন ও সুশাসনের অভাবে দেশে খুন, ধর্ষণ এবং অনাচার-অবিচার বেড়ে বেড়েই চলেছে। দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে নবগঠিত সাংস্কৃতিক পার্টির পরিচিতি অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় জি এম কাদের আরো বলেন, আইনের শাসনে ঘাটতি আছে বলেই মানুষ নিজ হাতে আইন তুলে নিচ্ছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্ষণের প্রতিবাদ জানাতে দেশের মানুষ রাস্তায় নেমেছে। এর চেয়ে লজ্জার কিছু নেই। তিনি দুঃখ ও বিস্ময় প্রকাশ করে বলেন, লালমনিরহাটে বুড়িমারি এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করে, আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদে আশ্রয় চেয়েও বাঁচতে পারেনি সে। জাতীয় পার্টি চেয়ারম্যান এই নির্মম ও নৃসংশ হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। জিএম কাদের বলেন, রাজনৈতিক আদর্শকে এগিয়ে নিতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। তাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় সাংস্কৃতিক পার্টিকে আরো শক্তিশালী করতে নির্দেশ দেন দলের চেয়ারম্যান।