দেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
দেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে দেবপ্রসাদ সাহা নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ।
ঢাকা থেকে আটকের পর গতকাল তাকে যশোরে আনা হয় এবং আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাউদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তার নামে গত ১৫ ডিসেম্বর বেনাপোল পোর্ট থানায় রাষ্ট্রদোহের মামলা করা হয়েছিল। দেব প্রসাদ সাহা খুলনার তেরখাদা উপজেলা সদরের সুরেন্দ্রনাথ সাহার ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাউদ্দিন শিকদার ও বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, দেব প্রসাদ সাহা ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় তিনি যখন-তখন নোম্যান্সল্যান্ড অতিক্রম করে ভারতে যাওয়া আসা করতেন। এছাড়া বিশেষ বাহিনীর দু’জন সদস্যের সঙ্গে তার ছিল সু-সম্পর্ক। তাদের কাছেই তিনি বাংলাদেশের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন।