দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের বিচার করবে: রিজভী
- আপডেট সময় : ০৭:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
ক্ষমতা হারালে দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের বিচার করবে– এ ভয়েই তারা নানা অপকৌশলে চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ এতো দুর্নীতি ও খুন-গুম-হত্যাসহ নানা অপকর্ম করেছে যে, তারা ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। প্রধানমন্ত্রী আজীবন ক্ষমতায় থাকবেন– আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্যকে অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও দাবি করেন তিনি। দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও এম. হাফিজউদ্দিনকে কারণ দর্শানোর নোটিস প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ভিন্নমত থাকতে পারে, কিন্তু দলীয় শৃঙ্খলার বাইরে কেউ নন।