দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আটজন
- আপডেট সময় : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আটজন। এর মধ্যে সিলেটের গোলাপগঞ্জে পাঁচজন এবং নেত্রকোনার কলমাকান্দা, মাদারীপুর ও বরগুনায় তিনজন নিহত হয়েছে।
সিলেটের গোপালগঞ্জে বাস ও সিএনজির অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে অন্তত ৩ জন। এ দুর্ঘটনায় আহত দুইজন পরে হাসপাতালে মারা যান।
নেত্রকোনার কলমাকান্দায় গতকাল রাতে কলমাকান্দা দূর্গাপুর সড়কে চান্দুয়াইল ব্রিজে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান লরি চালক রবি হোসেন।
মাদারীপুরের শিবচরে মুন্সীর বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম দলিল উদ্দিন মাদবর। সকালে এ দুর্ঘটনা ঘটে।
বরগুনার আমতলী-কুয়াকাটা মহাসড়কের ছুরিকাটা সৈকত ফিলিং ষ্টেশনের সামনে দুপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান চৌকিদার।