দেশের পেঁয়াজের বাজারে চলছে অস্থিরতা
- আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬০৩ বার পড়া হয়েছে
দেশের পেঁয়াজের বাজারে চলছে অস্থিরতা। এমন বাস্তবতায় জেলার ১৩ টি উপজেলায় শুরু হয়েছে পেঁয়াজ চাষ। কৃষি বিভাগ বলছে গ্রীষ্মকালীন পেঁয়াজ আমদানী বাড়াতে হবে, নইলে এমন সংকট থেকেই যাবে। সংকট কমাতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে পেঁয়াজের ভালো দাম পাওয়ায় বাড়ছে শীতকালীন পেঁয়াজ চাষ। বিস্তারিত দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের রিপোর্টে।
গানে গানে সকল কৃষককে পেঁয়াজ চাষ বৃদ্ধিতে আহবান জানানোর জেলার বিরল উপজেলার দশ নম্বর রানী পুকুর ইউনিয়নের এক কৃষক। গেলবার পেঁয়াজের দাম বেশি পাওয়ায় এবারেও পেঁয়াজ চাষে বেশি লাভের আশা করছেন এই কৃষক।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মীরা বলছে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে কৃষকদের নরেন্দ্রনাথসহ সব ধরনের সহায়তা প্রদান করছি।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে কৃষকদের বিভিন্ন সহায়তা প্রদান করছি। আশা করছি, আগামীতে গ্রীষ্ম ও শীত দুই মৌসুমের পেঁয়াজের আবাদের পরিমাণ ও বাড়বে।
জেলায় এই মৌসুমে ২ হাজার ৪২৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে গড়ে ১০ মেট্রিক টন।