আদালতে নকল কোর্ট ফি সরবরাহ ও প্রস্তুতকারী চক্রের নয় সদস্য আটক
- আপডেট সময় : ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
হাইকোর্ট বিভাগসহ দেশের বিভিন্ন আদালতে নকল কোর্ট ফি সরবরাহ ও প্রস্তুতকারী চক্রের ছাপাখানাসহ নয় সদস্যকে আটক করেছে সিআইডি। দুপুরে মালিবাগ সিআইডি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, হাইকোর্ট বিভাগের রেজিস্টারের সংবাদের ভিত্তিতে সিআইডির একটি বিশেষ টিম গত ১৯ মে কোর্ট চত্বরে কর্মচারী কল্যাণ ট্রাষ্ট কেন্টিন-২ এর উত্তর দিকে আসামী আই.কে দেলোয়ার হোসেনের ভেন্ডারের দোকানে অভিযান পরিচালনা করে। তিনি জানান, অভিযানকালে আসামী আই.কে দেলোয়ার হোসেন এবং তার কর্মচারী আসামী জাকির হোসেন ও পাকির আলীকে আটক করে ১৯ হাজার ৩৫ টাকার জাল কোর্ট ফি উদ্ধার করে সিআইডি। আরেক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাধর বলেন, চাকরি দেয়া ও ব্যবসায় অংশীদারিত্ব প্রদানের নামে অভিনব কায়দায় একাধিক ব্যক্তির সাথে প্রতারণা চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি।